‘ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ড তদন্তে পুলিশের সহযোগিতায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট’

প্রকাশিত: 11:28 AM, February 16, 2016

‘ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ড তদন্তে পুলিশের সহযোগিতায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট’

index_1168238-300x187প্রান্তডেস্ক:ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড তদন্তে পুলিশের সহযোগিতায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি ও পাচ্ছি এতে আমরা সন্তুষ্ট। মঙ্গলবার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ চত্বরে অনুষ্ঠিত এক কর্মসূচিতে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বার্নিকাট এসব কথা বলেন। অভিজিৎ হত্যাকাণ্ডে আসল খুনি ধরা পড়বে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বার্নিকাট বলেন, আমরা খুবই সন্তুষ্ট যে তদন্তে আমরা একটা ভূমিকা রাখতে পেরেছি। আশা করছি, শেষ পর্যন্ত সত্য উদঘাটন হবে। ঢাকাকে জনবহুল শহর হিসেবে উল্লেখ করে বার্নিকাট বলেন, এখানে দ্রুত নগরায়ণ হচ্ছে। নগরায়ণের দ্রুতগতির সঙ্গে পরিকল্পনার সমন্বয় কম থাকায় ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে। কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক রিয়াজ আহমেদ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 22 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ