একুশে টিভি থেকে আবদুস সোবহান গোলাপের পদত্যাগ

প্রকাশিত: 7:56 AM, February 16, 2016

একুশে টিভি থেকে আবদুস সোবহান গোলাপের পদত্যাগ

xzপ্রান্তডেস্ক:বসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে সরে দাঁড়িয়েছেন আবদুস সোবহান গোলাপ। গত রোববার পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে আবদুস সোবহান গোলাপ বলেন, এমডির দায়িত্ব পালন করাটা অনেক কঠিন একটা ব্যাপার। আমি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। তাই দুই দিকে সময় দেয়াটা আমার জন্য দুঃসাধ্য হয়ে উঠছিল। আর কিছুই নয়। আবারও বলছি, মূলত সময় দিতে পারছিলাম না বলেই ইটিভির এমডির পদ থেকে সরে দাঁড়িয়েছি। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে এস আলম গ্রুপ ইটিভির মালিকানা নেয়ার পর টেলিভিশন চ্যানেলটির এমডির দায়িত্ব পান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। গত অক্টোবরে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইটিভির শেয়ার এবং ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, লোগোসহ এ-সংক্রান্ত সবকিছু কিনে নেয় এস আলম গ্রুপ। এরপর নভেম্বরের শেষভাগে ইটিভির বোর্ডসভায় চ্যানেলটির চেয়ারম্যান নির্বাচিত হন এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম।
ভাইস চেয়ারম্যান মনোনীত হন আবদুস সামাদ। একই বোর্ডসভার সিদ্ধান্ত অনুযায়ী ইটিভির এমডি হিসেবে নিয়োগ পান আবদুস সোবহান গোলাপ। এছাড়া পরিচালক হন ফারজানা পারভীন, কে এম শহীদ উল্লাহ, সুব্রত কুমার ভৌমিক, সাব্বির বিন শামস, রবিউল হাসান এবং মার্কেটিং অ্যাসোসিয়েট সমন্বয়কারী মোহাম্মদ মোর্শেদ।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 43 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ