সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:39 AM, February 16, 2016
প্রান্ত ডেস্ক:বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্য বিকৃতি করা হয়েছে। রাজনীতি থেকে দূরে রাখতে ও হয়রানি করতেই তার (খালেদা জিয়া) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয়া হয়েছে।’ আজ ঢাকায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ‘ল’ স্টুডেন্টস এলায়েন্স নামের একটি সংগঠন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ফখরুল বলেন, যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। নয়বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। রাষ্ট্রকে রক্ষা করেছেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয়া হয়েছে। আওয়ামী লীগ কিছু না পেলে মিথ্যা প্রচার করে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বার বার এদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করে নিয়েছে। সবাই সরকারকে কর্তৃত্ববাদী বলছে। ভারতীয় এক সাংবাদিক বর্তমান সরকারকে ভারতের ইন্দিরাগান্ধীর সরকারের সঙ্গে তুলনা করছে। ইন্দিরাগান্ধী একটা বিরোধী দলও তৈরি করতে পারেনি। ফলে পরবর্তী নির্বাচনে তিনি জামানত হারান। এদেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের অবস্থাও ইন্দিরাগান্ধীর মতো হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। বাংলাদেশ বিপন্ন। গণতন্ত্র বিপন্ন। গত বছরে বিনা বিচারে ৬’শর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। ৪৪০জন গুম হয়েছে। ১৭ হাজার মামলায় ৪ লাখ মানুষকে আসামি করা হয়েছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com