সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:12 AM, February 15, 2016
প্রান্ত ডেস্ক:শ্রমিক সংগঠন করার বিধান রেখে ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ে আজ মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান। তিনি বলেন, ‘শ্রম আইন, ২০১৩ ইপিজেডে (রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল) প্রযোজ্য নয়। ‘শ্রম আইন, ২০১৩’ এর সঙ্গে সামঞ্জস্যতা বিধান করে নতুন আইনটি করা হয়েছে। আইনে ১৬টি অধ্যায়, ২০২টি ধারা রয়েছে।’
তিনি বলেন, ‘নতুন আইন অনুযায়ী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শ্রমিকরা সংগঠন করতে পারবেন। এ সংগঠনের নাম হবে- শ্রমিক কল্যাণ সমিতি। নাম ভিন্ন হলেও অন্যান্য শ্রমিক সংগঠনের মতোই এ সংগঠন কাজ করবে।’
এর আগে ২০১৪ সালের ৭ জুলাই আইনটি নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com