সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:20 AM, February 15, 2016
প্রান্ত ডেস্ক:বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, দেশের গণতন্ত্র এখন মৃত্যুশয্যায়। এই যখন অবস্থা তখন এমন দেশে বেঁচে থাকার কোনো আগ্রহ তাঁর নেই। এখানে ইসলাম ধর্মের আলোচনা করতেও এখন পুলিশের অনুমতি প্রয়োজন হয়। একই সঙ্গে যেভাবেই হোক, যেখানেই হোক, যত কষ্ট করেই হোক বিএনপির কাউন্সিল হবে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির কাউন্সিল উপলক্ষে আশির দশকের ১০১ জন ছাত্রনেতা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে শাহ মোয়াজ্জেম হোসেন এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নয়, রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত ছিল বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনার সঙ্গে যারা সরাসরি জড়িত ছিল তাদের বিরুদ্ধে। আর কারা সে ঘটনায় জড়িত ছিল সবই আমার জানা আছে।’ যে আইনজীবী খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন, তিনি সঠিকভাবে ‘রাষ্ট্রদ্রোহ’ কথাটি লিখতেও পারবেন না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, এই কমিশনের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কার নির্দেশে এরা দলীয় প্রতীকে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সদ্ধিান্ত নেয়? এতে দেশে গৃহযুদ্ধ, হানাহানি লেগে যেতে পারে। সংগঠনের সমন্বয়কারী সরওয়ার আজম খানের সভাপতিত্বে গোলটেবিলে এ সময় অন্যদের মধ্যে আশির দশকের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নজরুল হক নান্নু, আবু তাহের তালুকদার, সাইফুদ্দিন খান, অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা আশরাফ উদ্দীন বকুল, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কাজী রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য দেন। এদিকে গতকাল বিকেলে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামের একটি সংগঠন আয়োজিত ‘সুশাসন ও গণতন্ত্র : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, সরকার মনে করছে, তারা বহাল তবিয়তে আছে। কারণ, রাজপথে বিএনপির কোনো আন্দোলন নেই। রাজপথে আন্দোলন না থাকলেও প্রতিটি মানুষের মনের মধ্যে আন্দোলন আছে। যেকোনো সময় এর বিস্ফোরণ ঘটতে পারে। সংগঠনের সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, জাতীয়তাবাদী মত্স্যজীবী দলের সাধারণ সম্পাদক মিলন মেহেদী, বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগরের আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির বেপারী প্রমুখ।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com