চোরাচালান সন্ত্রাসকে শক্তিশালী করছে: অর্থমন্ত্রী

প্রকাশিত: 6:08 AM, February 15, 2016

চোরাচালান সন্ত্রাসকে শক্তিশালী করছে: অর্থমন্ত্রী

khপ্রান্তডেস্ক:অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সীমান্ত দিয়ে এদেশে সোনা, কোকেন ও টাকা প্রবেশ করে। এ কারণে দেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। চোরাচালানের কারণে সন্ত্রাসও শক্তিশালী হচ্ছে। তাই চোরাচালান প্রতিরোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হবে।
শনিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর আয়োজিত ‘চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন দেশের মধ্যে যাতে শুল্ক বাধাগুলো না থাকে সেজন্য আমরা বহুদিন ধরে বর্ডারলেস (সীমান্তহীন) দেশের কথা বলে আসছি। এটা আমাদের স্বপ্ন ছিল। কিন্তু বিভিন্ন দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে সেটি দুঃস্বপ্নে পরিণত হচ্ছে।
আবুল মাল আবদুল মুহিত বলেন, এক সময় রাজস্ব আয়ে শুল্কের অবদান সবচেয়ে বেশি ছিল। এখন সবচেয়ে কম।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন ও নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 59 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ