‘পুলিশ হতে ১০ লাখ ও স্কুল শিক্ষক হতে ৫ লাখ টাকা লাগে’

প্রকাশিত: 6:04 AM, February 14, 2016

‘পুলিশ হতে ১০ লাখ ও স্কুল শিক্ষক হতে ৫ লাখ টাকা লাগে’

109524_untitled_111282প্রান্ত ডেস্ক:পুলিশ হতে ১০ লাখ, শিক্ষক হতে পাঁচ লাখ টাকা ঘুষ লাগে। আমাদের সময় এমন ছিল না। দুর্নীতি ছিল না। যোগ্য ব্যক্তিদের চাকরি হয়েছে। আমরা টাকা দিয়ে বিচার করিনি। যোগ্যতা দিয়ে বিচার করেছি। আজ শনিবার বিকেলে মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমির হল রুমে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম. কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মো. সিরাজুল ইসলাম, এরশাদের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কলিমউল্লাহ, জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব আলমগীর সিকদার লোটন প্রমুখ। এরশাদ বলেন, শিক্ষাঙ্গন আজ কলুষিত, মেয়েরা অরক্ষিত। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ কোথায় চলে গেছে। যা দেখলে দু:খ হয়। তিনি আরও বলেন, এই দেশতো আমরা চাইনি, নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম। ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে, এই দেশের জন্য নয়। স্বাধীন বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। এরশাদ আশা প্রকাশ করে বলেন, একদিন না একদিন সুসময় ফিরে আসবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখন নির্বাসিত। জাতীয় পার্টির আমলে আইনের শাসন ছিল। বিচার বিভাগের কোন হস্তক্ষেপ ছিল না। বর্তমানে বিচার বিভাগে কি হচ্ছে। আজ হাইকোর্টেও সংবাদ সম্মেলন হয়। বর্তমানে দেশের কি অবস্থা সকল জনগণ তা অবগত। জি.এম কাদের প্রসঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, তাকে দায়িত্ব দেয়ার পর পার্টিতে প্রাণের সঞ্চার হয়েছে। এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এরশাদ বলেন আপনারা তাকে গ্রহণ করেন কিনা, স্বাগত জানান কিনা? তিনি বলেন, জাতীয় পার্টি থাকবে, জাতীয় পার্টি আবার জেগে উঠবে। তিনি বলেন, কখনও মাথা নত করিনি, ভেঙ্গে পড়িনি। নয় বছর এইদেশের রাষ্ট্রপতি ছিলাম। মানুষকে সাহায্য করেছি, বুকে টেনে নিয়েছি। কাউকে হত্যা করিনি, গুমও করিনি। দুর্নীতি করিনি, মানুষকে সমঅধিকার ফিরিয়ে দিয়েছি। আমি অন্যায় করিনি, অপরাধ করিনি। আমার সময় সন্ত্রাস ছিল না, চাঁদাবাজি ছিল না। মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে। আমার সময় সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না। আমার কোনও পুলিশ লাগে না।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 25 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ