সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:40 AM, February 13, 2016
প্রান্তডেস্ক: রাজধানীর মিরপুরে একই পরিবারের ৫ নারী দগ্ধ হয়েছে। শুক্রবার রাতে মিরপুরের ১২ নম্বর সেকশনের ৮ নম্বর রোডের ২৬ নম্বর বাসার নিচতলার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেলের বার্ন উইনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
আহতদের মধ্যে রয়েছেন, আমেনা বেগম (৪৭), তার মেয়ে হৃদিতা (১৬), আমেনা বেগমের ভাগ্নি রাইনা আক্তার (২০), ছেলের বউ স্বপ্না আক্তার (২০) ও তার ছোট ভাইয়ের বউ শামিমা আক্তার (৩০)। এদের মধ্যে আমেনা বেগম ও তার মেয়ে হৃদিতার অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
আহত শামিমার ছেলে সাইফ জানান, পাঁচ তলা ওই বসার নিচ তলায় ভাড়া থাকে তারা। রাত ৯টার দিকে হঠাৎ করে তাদের ঘরের পাশে রাখা একটি মোরটসাইকেলে আগুন ধরে যায়। সেই আগুনই তাদের ঘরে ছড়িয়ে পড়লে তার মাসহ অন্যরা দগ্ধ হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। ইতোমধ্যে সেখানে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com