শহীদদের নিয়ে বিতর্কে বিএনপি ‘ভস্মীভূত’ হবে: তারানা হালিম

প্রকাশিত: 5:08 AM, February 11, 2016

শহীদদের নিয়ে বিতর্কে বিএনপি ‘ভস্মীভূত’ হবে: তারানা হালিম

109524_untitled_111282প্রান্তডেস্ক:একাত্তরে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করায় বিএনপি ‘ভস্মীভূত’ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, ‘খালেদা জিয়া একবার অগ্নি সন্ত্রাস করে নিজের দলের হাত পুড়িয়েছে। এবার শহীদদের সংখ্যা নিয়ে তিনি যে বিতর্ক সৃষ্টি করেছেন, সেই আগুনে তার সম্পূর্ণ দল পুড়ে ভস্মীভূত হয়ে যাবে।’
গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় খালেদা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।’
বিএনপিকে ‘বাংলাদেশি ন্যাশনাল স্কোয়াড অব পাকিস্তান’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী তারানা বলেন, ‘খালেদা জিয়া তিন বার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কখনও রাজাকারকে রাজাকার বলেননি।’

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 61 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ