“পাগলের প্রলাপ বকছে বিএনপি”

প্রকাশিত: 10:17 AM, February 9, 2016

“পাগলের প্রলাপ বকছে বিএনপি”

gপ্রান্তডেস্ক:অবসর গ্রহণের পর রায় লেখা নিয়ে চলমান বিতর্ক প্রধান বিচারপতি এসকে সিনহা ও সম্প্রতি অবসরপ্রাপ্ত আরেক বিচারপতির ব্যক্তিগত আক্রোশের কারণেই চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার নিউইয়র্কে জাতিসংঘে অনুষ্ঠিত ‘ইন্টার পাল্টামেন্টারি ইউনিয়ন-আইপিইউ’ সেমিনারে অংশ নিয়ে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। বিচারের নামে অবিচার করার ক্ষমতা বিচার বিভাগকে দেওয়া হয়নি মন্তব্য করে সুরঞ্জিত বলেন, ‘বিচারপতি খায়রুল হকের অবসরকালীন রায় লেখার পর ওই বিলে বর্তমান প্রধান বিচারপতিও স্বাক্ষর করেছেন। তাহলে আমার উল্টো প্রশ্ন তিনি কীভাবে এ নিয়ে কথা বলেন।’ তিনি আরও বলেন, ‘মামলার নিষ্পত্তি ঘটানোর ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবেই যুগযুগ ধরে অবসরে গিয়েও রায় লিখেছেন বিচারপতিরা। যা ইন্ডিয়া, শ্রীলঙ্কা কিংবা পকিস্তান ও বাংলাদেশে বিরাজমান। এ নিয়ে নতুন করে প্রশ্ন তোলার কোনো কারণ নেই।’ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিচারপতিদের বিতর্ক ইস্যুতে সরকারের শীর্ষ নেতা ও মন্ত্রীদের বক্তব্যের পাশাপাশি খোদ জাতীয় সংসদেও চলছে তুমুল উত্তেজনা। বিষয়টি বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না বরং এ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যাই দেওয়া হচ্ছে জাতীয় সংসদে। প্রধান বিচারপতির ব্যক্তিগত মন্তব্যকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে শুরু হওয়া বিতর্কে সরকার কিছুটা হলেও বিব্রত দাবি করে তিনি বলেন, এই ইস্যুর সঙ্গে তত্ত্বাবধায়ক বিষয়টি টেনে এনে পাগলের প্রলাপ বকছে বিএনপি|

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 46 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ