সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:53 AM, February 9, 2016
প্রান্তডেস্ক:২০১৪-১৫ করবর্ষে দেশের সেরা দশ করদাতার নামের তালিকায় একজন মন্ত্রীও রয়েছেন।
গত অর্থবছরে আয়কর বিবরণীর ভিত্তিতে ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ কর প্রদান করেছেন এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ১৯০ কোটি ২৬ লাখ ৪২ হাজার টাকা আয়ের বিপরীতে তিনি কর পরিশোধ করেছেন ১০ কোটি ৭৩ লাখ ২৭ হাজার টাকা।
শীর্ষ ১০ করদাতার তালিকায় আরো আছেন বসুন্ধরা গ্রুপ ও ট্রান্সকম গ্রুপের দুজন করে সদস্য।
অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের বড় করদাতারা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি আর) বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) আওতায় কর পরিশোধ করেন। ২০১৪-১৫ করবর্ষের আয়কর বিবরণীর ভিত্তিতে সর্বোচ্চ করদাতা ২৫ ব্যক্তির একটি তালিকা করেছে সংস্থাটি। ঢাকা ও চট্টগ্রামের দুটি এলটিইউতে আয়কর বিবরণী জমা দেন ওই করদাতারা।
বিবরণী অনুযায়ী, সবচেয়ে বেশি কর প্রদান করেছেন নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
শীর্ষ করদাতাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন গাজী গ্রুপের কর্ণধার গোলাম দস্তগীর গাজী। তিনি পরিশোধ করেছেন ১০ কোটি ৪৫ লাখ ১২ হাজার টাকার কর। করবর্ষটিতে তিনি আয় দেখিয়েছেন ২৭ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার টাকা। তৃতীয় শীর্ষ করদাতা বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম। তিনি ১৩ কোটি ৭০ লাখ টাকা আয়ের বিপরীতে কর পরিশোধ করেছেন ৫ কোটি ৮ লাখ ৭২ হাজার টাকা। চতুর্থ অবস্থানে রয়েছেন তার ছেলে সাদাত সোবহান। তিনি কর পরিশোধ করেছেন ৩ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। আর প্রদর্শিত আয় ১০ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার টাকা।
শীর্ষ করদাতার তালিকায় পঞ্চম অবস্থানে আছেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। ২০১৪-১৫ করবর্ষে তিনি পরিশোধ করেছেন ৩ কোটি ৮৫ লাখ ৩১ হাজার টাকা। তার প্রদর্শিত আয় ১০ কোটি ৪০ লাখ ৯২ হাজার টাকা। আর তালিকায় নবম স্থানে আছেন ট্রান্সকম গ্রুপের আরেক সদস্য সাইফুর রহমান। তিনি পরিশোধ করেছেন ২ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা। তার প্রদর্শিত আয় ৮ কোটি ৩৫ লাখ ৬২ হাজার টাকা।
এছাড়া শীর্ষ করদাতাদের তালিকায় ষষ্ঠ অবস্থানে আছেন বর্তমান সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ৬ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকা আয়ের বিপরীতে তিনি কর পরিশোধ করেছেন ৩ কোটি ৩২ লাখ ৮ হাজার টাকা।
শীর্ষ ১০ করদাতার তালিকায় সপ্তম অবস্থানে আছেন ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম। তিনি পরিশোধ করেছেন ৩ কোটি ১ লাখ ১০ হাজার টাকা। তার প্রদর্শিত আয় ৮ কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকা। অষ্টম অবস্থানে আছেন ইউনিক গ্র“পের চেয়ারম্যান সেলিনা আলী। তার পরিশোধ করা করের পরিমাণ ২ কোটি ৮৮ লাখ ৪৭ হাজার টাকা। আর প্রদর্শিত আয় ৭ কোটি ৮২ লাখ ৬৮ হাজার টাকা।
দশম অবস্থানে আছেন সিনহা গ্রুপের অন্যতম কর্ণধার আনিসুর রহমান সিনহা। ৩৮ কোটি ৬ লাখ ৭৭ হাজার টাকা আয়ের বিপরীতে তিনি কর পরিশোধ করেছেন ২ কোটি ৪৭ লাখ ৪৫ হাজার টাকা।
রাজস্ব সংশ্লিষ্টরা অবশ্য মনে করেন, দেশে বর্তমানে যে সংখ্যক ধনী মানুষ রয়েছে, সে অনুপাতে কর সরকারের কোষাগারে জমা হয় না। কর ফাঁকির সংস্কৃতি দুর্নীতির মতো সুদূরপ্রসারী। তাদের মতে, তদারকি ব্যবস্থা জোরদার করা গেলে কর আহরণ আরো বাড়ানো সম্ভব।
এনবি আরের সাবেক চেয়ারম্যান ড. আবদুল মজিদ এ প্রসঙ্গে বলেন, কেউ সর্বোচ্চ করদাতা হওয়া মানেই কমপ্লায়েন্ট করদাতা নয়। প্রকৃতপক্ষে কেউ আয় গোপন করে কর ফাঁকি দিচ্ছেন কিনা, সে বিষয়ে নজরদারি বাড়াতে হবে। আর এলটিইউ যেহেতু বড় করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে কর আহরণ করে, সেজন্য এলটিইউর সক্ষমতা আরো বাড়াতে হবে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com