সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:49 AM, February 8, 2016
প্রান্তডেস্ক: আলোচিত সাত খুনের দুই মামলায় অভিযোগ গঠন (চার্জ গঠন) করা হয়েছে।
সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে শুনানি শেষে এ অভিযোগ গঠন করা হয়। একই সঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। অভিযোগপত্র শুনানির সময় ৩৫ জন আসামির মধ্যে ২৩ জন আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের পাবলিক প্রশিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন ও বাদী পক্ষের আইনজীবী শাখাওয়াত হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ১৭ জুন সাত খুনের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন র্যাব-১১ এর চাকরিচ্যুত অধিনায়ক ও অবসরে পাঠানো সেনাবাহিনীর লে. কর্নেল তারেক সাঈদ।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com