সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:23 AM, February 5, 2016
প্রান্তডেস্ক:বাংলাদেশে বিদেশের ভাড়া খাটা বুদ্ধিজীবী রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন।
বুদ্ধিজীবীদের সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশে বিদেশের কিছু ভাড়া খাটা বুদ্ধিজীবী আছেন। এদের কাজ হচ্ছে দেশের বিরুদ্ধে অপবাদ দিয়ে বেড়ানো। দেশের উন্নয়ন দেখে এদের কলিজা ফুটে যায়। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
কৃষিমন্ত্রী বলেন, দেশীয় ষড়যন্ত্রকারীরা বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা আজগুবি তথ্য দিয়ে বিশ্বব্যাংককে প্রভাবিত করে অভিযোগ তোলে দুর্নীতির। অথচ তারা আজও দুর্নীতির কোনো প্রমাণ দিতে পারেনি। বরং ‘বিশ্বব্যাংক ও আইএমএফ’সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ও তাদের কর্মকর্তারা নিজেরাই অস্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com