সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:35 AM, February 4, 2016
প্রান্ত ডেস্ক:থাইল্যান্ডের যুবরাজ মহা ভাজিরালংকর্নের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্যাংককে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম। আজ বৃহস্পতিবার ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি ব্যাংককের অম্বারা রয়েল প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ১৯৯২ সালে থাই রাজার বাংলাদেশ সফরের কথা তুলে ধরে কমলাপুরে বৌদ্ধবিহার পরিদর্শনের বিষয়টি স্মরণ করেন। একই সঙ্গে নিকট ভবিষ্যতে থাই যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। বৈঠককালে থাই যুবরাজ দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও সফলতার প্রশংসা করেন। একই সঙ্গে থাইল্যান্ড ও বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে বলে মত দেন। যুবরাজ রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন, বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com