সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:33 AM, February 4, 2016
প্রান্তডেস্ক: হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কে নৌকা ফেলে যানবাহনে গণডাকাতি করেছে মুখোশদারী ডাকাতদল। এসময় যাত্রীদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সড়কের সুটকী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং সড়কের সুটকী ব্রীজ এলাকায় একদল মুখোশধারী ডাকাতরা নদী থেকে নৌকা তুলে রাস্তায় বেরিকেট দিয়ে যানবাহনের গতিরোধ করে। পরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।
ডাকাতদের কবলে পড়া ওয়াহিদ মিয়া নামে এক যাত্রী জানান, বানিয়াচং থেকে পিকআপ দিয়ে হবিগঞ্জ আসার পথে সুটকী ব্রীজ এলাকায় পৌছলে ১৫/২০ জনের একটি মুখোশধারী ডাকাতদল রাস্তায় নৌকা ফেলে গাড়ি আটকিয়ে ডকাতি শুরু করে।
তিনি আরও জানান, ডাকাতরা প্রায় ১৫টি বিভিন্ন ধরনের যানবাহনে ডাকাতি করে মালামাল নিয়ে পালিয়ে যায়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ডাকাতদের গ্রেফতারের চেষ্টা করছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com