সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:27 AM, February 2, 2016
প্রান্ত ডেস্ক:মুক্তিযুদ্ধ নিয়ে যতো বিতর্ক হবে ততোই সত্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে যতো বিতর্ক হবে ততোই সত্য বেরিয়ে আসবে। তখন আওয়ামী লীগের কার কী ভূমিকা ছিল তাও বের হয়ে আসবে। মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে তাদের অনুশোচনা আছে। এ কারণেই তারা বিএনপি নেতাদের নামে মামলা দিচ্ছে।’
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘অচিরেই দেশে গণহত্যা, বিরোধী দলের নেতাকর্মীদের নিধন, বিচারবহির্ভুত হত্যার ইন্ধনদাতা হিসেবে মানুষের আদালতে বিচার হবে। আর যাদের বিচার হবে তাদের মধ্যে ইনু ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ফাইনাল লিস্টেই থাকবেন।’
রিজভী আহমেদ বলেন, ‘একদলীয় রাজত্বেই গবু চন্দ্র মন্ত্রীরা বিরোধী দল এবং নেতানেত্রী সম্পর্কে দিন-রাত অষ্টপ্রহর হুমকি আর কুশ্রাব্য কথা বলতে পারে। এর মধ্যে এগিয়ে আছেন ভোটরবিহীন সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তার বক্তব্য, বিবৃতি পড়লে মনে হয় বিএনপি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলতে পারার ওপর তার মন্ত্রিত্ব নির্ভর করছে।’
জঙ্গিবাদ উত্থানের জন্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দায়ী করে রিজভী বলেন, ‘আজকে যে উৎপত্তি তা ইনুদের ৭২-৭৫ এর সহিংস কর্মকাণ্ড থেকেই শুরু হয়। দেশবাসীসহ বিশ্ববাসী ৭০ দশকের প্রথমার্ধে ইনুদের গণবাহিনীর সহিংস তাণ্ডব দেখেছে। সেই সময়ে ইনুদের আচরণ ছিল লাদেন-জাওয়াহেরি ও শায়খ আব্দুর রহমানদের সমতুল্য। ইতিহাসে মীরজাফরের যে স্থান ইনুরা সেই স্থানেই থাকবে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com