সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:36 AM, February 2, 2016
প্রান্ত ডেস্ক:দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বাংলাদেশ নৌবাহিনীকে পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস এ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এ পরামর্শ দেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বৈঠককালে রাষ্ট্রপতি আবদুল হামিদ নদী দূষণ বন্ধে, বিশেষত বুড়িগঙ্গা নদীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনী প্রধানকে পরামর্শ দেন।
তিনি আশা প্রকাশ করেন, বর্তমান নৌবাহিনী প্রধানের মেয়াদকালে বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়ন অব্যাহত থাকবে।
এ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ তাকে নৌবাহিনী প্রধান নিযুক্ত করায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, দেশের উন্নয়নে সমুদ্র সম্পদ আহরণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান তার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com