সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:36 AM, February 1, 2016
প্রান্তেডস্ক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তৃণমূল দলের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে নেতাকর্মীদের নিয়ে ফুল দেন হান্নান শাহ। এ সশয় তিনি বলেন, ‘১৯ মার্চ দলের জাতীয় কাউন্সিলের জন্য দিন ধার্য করা হয়েছে। ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরে এলেই বেশ কয়েকটি প্রস্তুতি কমিটি গঠন করা হবে। সুন্দর সম্মেলন করে আমরা দেখিয়ে দেব, বিএনপি একটি সুশৃঙ্খলা ও সংগঠিত দল।’ ‘মুক্তিযুদ্ধ নিয়ে যারা বিতর্ক মন্তব্য করবে তাদের নামেও মামলা দেওয়া হবে’ সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘তারা কি রাষ্ট্রদ্রোহ মামলা সম্পর্কে জানেন? রাজনৈতিকভাবে সুবিধা করতে না পেরে এখন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর দোহাই দিয়ে বিএনপির নেতাকর্মীদের মামলায় জড়ানোর পায়তারা চলছে। ক্ষমতায় টিকে থাকতেই তারা এসব বক্তব্য দিচ্ছে। কিন্তু জনগণ তা বিশ্বাস করে না।’ হান্নান শাহ বলেন, ‘এই সরকার উন্নয়নের নামে হরিলুটের ব্যবস্থা করেছে। এ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ।’ ‘সারাবিশ্বের মানুষ জানে, ভোটারবিহীন নির্বাচন করে সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে’ বলেও অভিযোগ করেন তিনি। তৃণমূল দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com