গাছমানব : বিশ্বের তিনজন এই রোগে আক্রান্ত

প্রকাশিত: 10:05 AM, January 30, 2016

গাছমানব : বিশ্বের তিনজন এই রোগে আক্রান্ত

hyoপ্রান্তডেস্ক:দেশে প্রথমবারের মতো নতুন এক রোগের দেখা মিলেছে। হিউম্যান পারপোরিয়াস ভাইরাসে আক্রান্ত এ রোগীর সংখ্যা পৃথিবীতে মাত্র তিনজন।
খুলনা জেলার পাইকগাছার আবুল হোসেন (২৬) এই তিনজনের একজন। দেশে এখনো রহস্যময় এ রোগের সঠিক কোনো চিকিৎসা নেই বলে জানিয়েছেন ডাক্তাররা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সর্জারি ইউনিটে শনিবার সকালে ভর্তি হয়েছেন আবুল হোসেন। তার হাতে এবং পায়ে গাছের শেকড়ের মতো মাংসপেশী গজিয়েছে।
বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘এ রোগ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এটা সাধারণত ট্রি-ম্যান নামে পরিচিত। এর আগে রোমানিয়া এবং ইন্দোনেশিয়ায় এই রোগে আক্রান্ত মাত্র দুইজনকে শনাক্ত করা হয়েছে। আর বাংলাদেশে আবুল হোসেনই প্রথম। হিউম্যান পারপোরিয়াস ভাইরাসের কারণে এ রোগ হয়।’
গত ১০ বছর যাবত আবুল হোসেন এ রোগে ভুগছেন বলে জানান।
আবু লহোসেন বলেন, ‘১০ বছর আগে হাতে আঁচিলের মতো দেখা দেয়, প্রথমে এটাকে কোনো গুরুত্ব দেইনি। কিন্তু ক্রমেই এগুলো বড় হতে থাকলে আমি একাই কাঁচি দিয়ে কাটতাম। পাঁচ বছর আগে এগুলো ক্রমেই ভয়াবহ আকার ধারণ করতে থাকে।’
পেশায় ভ্যানচালক আবুল বলেন, ‘স্থানীয় ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিয়েছি। কাজ না হওয়ায় কলকাতায়ও ডাক্তার দেখিয়েছি। এসকে বাউনি ক্লিনিকে নিয়মিত যেতাম। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ডাক্তাররা বলেন, ওষুধে কাজ হবে না সার্জারি করাতে হবে।’
‘এ পর্যন্ত চিকিৎসা করাতে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। এখন আর খরচ চালানো সম্ভব হচ্ছে না। আমি সুস্থ্য হতে চাই। খেটে খেতে চাই।’
অসহ্য যন্ত্রনায় ভুগছেন উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এই পাঁচ বছর ধরে অন্যের উপর নির্ভর করে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রায় সকল কাজ করতে হচ্ছে। সকলের কাছে একটাই আবেদন, আমি সুস্থ্য হতে চাই। আপনারা আমাকে সাহায্য করুন।’
চিকিৎসা সম্পর্কে ডা. সামন্ত লাল বলেন, ‘সে আজ সকালে ৫১৫ নং কেবিনে ভর্তি হয়েছে। আগামীকাল তার চিকিৎসার জন্য ৫ সদস্যের বোর্ড গঠন করা হবে। সে অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করা হবে। বর্তমানে তিনি অধ্যাপক ডা. আবুল কালামের তত্ত্বাবধানে রয়েছেন।’
সামনের সপ্তাহে তার হাতে সার্জারি করার চিন্তা রয়েছে বলেও জানান ডা. সামন্ত লাল।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 107 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ