সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:31 AM, January 29, 2016
প্রান্ত ডেস্ক:আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশে এখন নেতা উত্পাদনের বিশাল কারখানা; সেই কারখানায় শুধুই নেতা তৈরি হয়, কর্মী তৈরি হয় না।’
বৃহস্পতিবার সাভারে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘কিছুদিন আগে সাভারের একটা বিলবোর্ডে আমি ৩৭টি ছবি দেখেছি। এই ডিজিটাল বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন দিয়ে সবাই এখন নেতা হচ্ছে। যে কারণে আর কর্মী খুঁজে পাওয়া যাচ্ছে না।’
সাভারের বিভিন্ন স্থানে নিজের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন দেখে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যার অনুরোধে আপনারা সাভারের রাস্তা-ঘাট বিলবোর্ড মুক্ত করেছেন, তার ছবি কেন আজকে এখানে দেখছি? আমি কি আপনাদের কাছে ছবি চেয়েছি? এই মিটিং শেষ হওয়ার আগেই আমার ছবির ফেস্টুন, বিলবোর্ড অপসারণ করবেন- এটাই আমার নির্দেশ।’
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com