সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:24 AM, January 28, 2016
প্রান্ত ডেস্ক:মুক্তিযুদ্ধ এবং শহীদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে বিএনপির বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আমরা কাউকে এ বিষয়টি নিয়ে ফুটবল খেলতে দেবো না। এটা নিয়ে আইন প্রণয়নের কাজ চলছে।
বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে ১২টি দাবি উত্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর, সহ-সভাপতি মুনতাসীর মামুন, শ্যামলী নাসরিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মুকুল, ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
এ বিষয়ে আইন প্রণয়ন হলে শাস্তি কি হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হবে।’
বিএনপিকে ইঙ্গিত তিনি বলেন, ‘তারাওতো ক্ষমতায় ছিলো। তারা কেন শহীদের তালিকা করেনি।’
আইনমন্ত্রীর সঙ্গে নির্মূল কমিটির বৈঠকে যুদ্ধাপরাধের দায়ে জড়িত জামায়াতসহ অন্যান্য সংগঠনের বিচারে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সংসদে বিল উত্থাপনে দাবি জানানো হয়। তার প্রেক্ষিতে মন্ত্রী বলেছেন, ‘ফেবুয়ারিতে বিল উত্থাপন করা হবে। তবে তার আগে এ বিষয়ে নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করতে হবে।’ একইসঙ্গে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধ বিচারে সাক্ষী সুরক্ষা আইনও জুন- জুলাইয়ের মধ্যে উত্থাপনের চেষ্টা করা হবে।’
জামায়াতকে নিষিদ্ধ করবেন কবে- সাংবাদিকের এ প্রশ্নে জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমরা শুধুমাত্র জামায়াতকে নিষিদ্ধ করার জন্য আইন করবো না। আদালতের পর্যবেক্ষণের আলোকে আমরা কেবল যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত দলগুলোর বিচারের ব্যবস্থা করবো। বাকিটা আদালত বিবেচনা করবে।’
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com