আগামীকাল শাহ এএমএস কিবরিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: 11:57 AM, January 26, 2016

আগামীকাল   শাহ এএমএস কিবরিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী

g5প্রান্তডেস্ক; সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার। দিবসটি উপলক্ষে তার জন্মস্থান হবিগঞ্জ ও ঢাকায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া, তার ভাতিজা শাহ মনজুরুল হুদা, স্থানীয় আওয়ামী লীগ কর্মী ছিদ্দিক আলী, আবদুর রহিম ও আবুল হোসেন নিহত হন। এ ঘটনায় আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।
এদিকে হবিগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং কিবরিয়া স্মৃতি সংসদের নেতাকর্মীরা বুধবার জেলার বৈদ্যেরবাজারে কিবরিয়া স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।
মরহুম কিবরিয়ার পরিবারের সদস্যরা সকাল ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 37 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ