সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:48 AM, January 26, 2016
প্রান্তডেস্ক: সিলেটর পাঁচটি উপজেলায় পরিবেশগত ছাড়পত্র হীন পাথর ভাঙ্গার মেশিন অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিলেট সদর, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের পরিচালককে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) পরিবেশগত ছাড়পত্রহীন এসব পাথর ভাঙ্গা মেশিন বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে। রিটে বলা হয় উন্মুক্ত স্থান, খেলার মাঠ ও হাসপাতালের আশেপাশে মেশিন স্থাপন করে পাথর ভাঙ্গার কারণে পরিবেশ দূষণ হচ্ছে। আবেদনে সিলেট জেলা প্রশাসনের একটি প্রতিবেদন দিয়ে বলা হয় জেলার ৬০৬ টি স্টোন ক্রাশার মেশিনের মধ্যে ২১৩টির ছাড়পত্র রয়েছে, ৩৯৩টিরই ছাড়পত্র নেই। এর মধ্যে ১৫০টির জন্য পরিবেশগত ছাড়পত্র চেয়ে আবেদন করা হয়েছে। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com