সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:47 AM, January 26, 2016
প্রান্ত ডেস্ক:একাত্তরের যুদ্ধাপরাধ মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়ার এমদাদুল হক ওরফে টাক্কাবালী হাসপাতালে চিকিৎসাধীন অবসস্থায় মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, ৮০ বছর বয়সী এমদাদুল গত ৭ জানুয়ারি থেকে কারা তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবীর জানান, এমদাদুল ব্রংকিনাল নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হাইপারটেনশন, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
এমদাদুল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুনটা গ্রামের মৃত হাজী মমতাজ মুন্সীর ছেলে।
একাত্তরে যুদ্ধাপরাধের একটি মামলায় চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমদাদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ৬ জানুয়ারি পুলিশ ঢাকার কাফরুল থেকে তাকে
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com