সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: 4:58 AM, January 26, 2016

সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

g5প্রান্তডেস্ক:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার হাফিজুর রহমান জানান, সকাল ৯টার দিকে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করার পর রেল যোগাযোগ পুনরায় শুরু হয়। তিনি বলেন, পাহাড়ি এলাকা হওয়ায় ঢাকা থেকে সিলেটগামী একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে একটি ইঞ্জিন ধাক্কা দিয়ে উপরে তুলে দিতে গিয়ে ওই ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়। ফলে ভোররাত ৪টার পর ওই পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনারর পর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস এবং শমসেরনগর স্টেশনে কালনি এক্সপ্রেস আটকা পড়েছিল। –

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 31 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ