‘খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা পরিহাস ছাড়া কিছু নয়’

প্রকাশিত: 7:08 AM, January 25, 2016

‘খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা পরিহাস ছাড়া কিছু নয়’

109524_untitled_111282প্রান্ত ডেস্ক:শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্যের জের ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, তার (খালেদা জিয়া) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা পরিহাস ছাড়া কিছু নয়। খালেদা জিয়া বাইরে থাকলে তাদের (সরকার) টনক নড়ে যায়। সেজন্য তাকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা হচ্ছে।
সোমবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে কৃষক দলের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিতর্কিত মন্তব্যের কারণে সরকারের অনুমোদন নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছেন মোমতাজ উদ্দিন মেহেদী নামের এক আইনজীবী। সোমবার ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 44 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ