‘৪০ শতাংশ পুলিশ ট্রাইব্যুনাল থেকে অব্যাহতি পায়’

প্রকাশিত: 10:14 AM, January 24, 2016

‘৪০ শতাংশ পুলিশ ট্রাইব্যুনাল থেকে অব্যাহতি পায়’

VVIপ্রান্তডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, গত ৫ বছরে শাস্তিপ্রাপ্ত পুলিশের মধ্যে ২৯৩ জন প্রসাশনিক ট্রাইব্যুনাল বা আদালত থেকে অব্যহতি পেয়েছেন। যা ৪০ শতাংশেরও বেশী। এছাড়া বিভিন্ন অপরাধে চাকরিচ্যুতসহ শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হয়েছে ৭০৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে। এর থেকেই বোঝা যায় শৃঙ্খলার বিষয়ে আমরা কতটা কঠোর অবস্থানে থাকি। রোববার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২৬ জানুয়ারি আসন্ন পুলিশ সপ্তাহ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আইজিপি বলেন, পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ হালকাভাবে নেওয়া হয় না। আমরা স্বীকার করি অল্প কিছু পুলিশ সদস্যের অপেশাদার আচরণ ও নৈতিক স্খলন পুরো বাহিনীর অনেক বড় বড় অর্জনকে কখনও কখনও ম্লান করে দেবার উপক্রম করে। তবে আমরা শৃঙ্খলার বিষয়ে কঠোর অবস্থানে থাকি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ আইন না মানলে তাকে মারধর করা যাবে না। পুলিশ কেবল তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। তিনি আরও বলেন, জঙ্গিবাদ রুখতে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ বাহিনী আছে। বাংলাদেশে নেই। এ কারণে জঙ্গিবাদ দমনে পুলিশের বিশেষায়িত ইউনিট চালুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোকলেসুর রহমান, মইনুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাবেদ পাটোয়ারি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 42 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ