আলতাফ মাহমুদের জানাজা সম্পন্ন

প্রকাশিত: 8:31 AM, January 24, 2016

আলতাফ মাহমুদের জানাজা সম্পন্ন

10091213প্রান্ত ডেস্ক:সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় প্রেসক্লাবে সম্পন্ন হয়েছে।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ জানাজা সম্পন্ন হয়।
এতে অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, রেলমন্ত্রী মুজিবুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য সচিব গোলাম মর্তুজা।
অংশ নেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেসক্লাব সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
এর আগে, বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মরহুমের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়।
রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আলতাফ মাহমুদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজার পর মরহুমের মরদেহ তার ঢাকার ভাড়া বাসায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে মরহুমের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। গ্রামের বাড়িতে বাবার কবরের পাশেই চিরসমাহিত করা হবে আলতাফ মাহমুদকে।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 55 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ