সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:14 AM, January 22, 2016
প্রান্ত ডেস্ক:বাংলাদেশে বর্তমানে প্রতি চারজনে একজন মানুষ ক্ষুধার্ত, যেখানে ১৯৯০ সালে দেশের অর্ধেক মানুষ ছিল ক্ষুধার্ত। কৃষি অর্থনীতিবিদরা একে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে অভিহিত করেছেন।
শুক্রবার সকালে রাজধানীর কৃষি গবেষণা মিলনায়তনে কৃষি অর্থনীতি সমিতির ১৫তম জাতীয় সম্মেলন ও সেমিনারে এসব তথ্য উঠে এসেছে।
সেমিনারে একবিংশ শতাব্দীতে বাংলাদেশের কৃষিতে রূপান্তর বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ইনস্টিটিউশনস অ্যান্ড পলিসিস, ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর সেমি-এরিড ট্রপিকসের অর্থনীতি বিভাগের প্রধান বিজ্ঞানী ড. উত্তম দেব।
বক্তব্যে উত্তম দেব বলেন, গত ১০ বছরে বাংলাদেশে ক্ষুধার্ত মানুষের অবস্থা সূচক ৩ দশমিক ৭-এ নেমেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com