সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:15 AM, January 18, 2016
প্রান্ত ডেস্ক:ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে ২৮ লাখ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাব-৭। এ সময় একটি মাছধরার কাঠের ট্রলারও জব্দ করা হয়েছে। এটিকে বাংলাদেশের ইতিহাসে ইয়াবার সর্ববৃহৎ চালান আটক বলে দাবি করছেন র্যাব কর্মকর্তারা। গ্রেপ্তারদের মধ্যে একজন হলেন : আলী আহমেদ। বাকি দুজনের নাম জানা যায়নি। চট্টগ্রামের পতেঙ্গা ও ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকায় রবিবার সারা দিন-রাত অভিযান চালিয়ে এই চালান আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭-এর সিও লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, গতকাল দিনে চট্টগ্রামের পতেঙ্গা থেকে একটি মাছধরার ট্রলারসহ আলী আহমেদ নামে একজনকে বেশ কিছু ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যে রবিবার রাতে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে আরো দুজনসহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে এটিই সর্ববৃহৎ ইয়াবার চালান আটক করা হয়েছে। গণনা করা দেখে গেছে ইয়াবার পরিমাণ প্রায় ২৮ লাখ পিস। র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমীরুল্লাহ বলেন, ইয়াবা উদ্ধারের এ ঘটনা এযাবৎকালের সর্ববৃহৎ। এ ঘটনায় ইয়াবাচক্রের প্রধান আলী আহমেদসহ তিনজনকে আটক করা হয়েছে। ইয়াবা চালানের বিষয় নিয়ে বিস্তারিত জানাতে সকাল ১১টায় ঢাকা র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com