জাকার্তায় সন্ত্রাসী হামলা, নিহত ৬

প্রকাশিত: 6:21 AM, January 14, 2016

জাকার্তায় সন্ত্রাসী হামলা, নিহত ৬

109524_untitled_111282ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার শপিং মলের সামনে ছয়টি বোমা বিস্ফোরিত হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে, আহত হয়েছে অসংখ্য মানুষ।
শহরের সারিনাহ এলাকায় শপিং মলের কাছে এই হামলার ঘটনা ঘটে। উল্লেখ্য, ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে জাতিসংঘের কার্যালয় অবস্থিত।
হামলায় আহত নিহতদের দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে এএফপি সংবাদদাতা। কমপক্ষে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা যায় যার মধ্যে একটি পুলিশ চেকপোস্ট ক্ষতিগ্রস্ত হয়। এরপরে পাশের একটি স্টারবাক কফি হাউজের সামনে থেকে গোলাগুলির ঘটনা শুরু হয়। সেখানে এখনো গোলাগুলি চলছে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে জানা যায়নি এই ঘটনার পেছনে কে রয়েছে। তবে ধারণা করা হচ্ছে ইসলামিক স্টেট এই হামলার পেছনে রয়েছে। কয়েকদিন আগে জাকার্তায় সন্ত্রাসী হামলার হুমকি দিয়েছিল তারা । ইন্দোনেশিয়ায় ইসলামি উগ্রপন্থীরা গত এক দশকে বেশ কয়েকবার বিদেশিদের উপর হামলা করেছে, তবে সাম্প্রতিক সময়ে পুলিশের উপর বেশ কয়েকবার হামলা হয়েছে। এএফপি।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 76 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ