সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:00 AM, January 13, 2016
প্রান্তডেস্ক: মানিকগঞ্জজেলার সাটুরিয়া উপজেলায় চার ধর্মযাজককে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সাটুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সাহা লাহোরের স্থায়ী ঠিকানায় ডাকযোগে আরবি স্বাক্ষরে মঙ্গলবার বিকেলে এ চিঠিটি আসে।
পূজা কমিটির সদস্যরা হলেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু, বালিয়াটী উদীচী শাখার সভাপতি আবুল হোসেন, বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন ও বালিয়াটী রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরিমুক্তানন্দ।
এ ব্যাপারে মঙ্গলবার রাতে সাটুরিয়া থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন তারা।
জিডি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সাটুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সাহা লাহোরের স্থায়ী ঠিকানায় ডাকযোগে আরবি হরফের স্বাক্ষরে একটি চিঠি আসে। চিঠিতে তাকে ‘ভারতের দালাল’, বালিয়াটী উদীচী শাখার সভাপতি আবুল হোসেনকে ‘ইসলাম বিরোধী কর্ম’, বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিনকে ‘আওয়ামী লীগের দালাল’, বালিয়াটী রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরিমুক্তানন্দকে ‘মুরতাদ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘তোমরা সীমা লঙ্ঘন করো না, নিশ্চই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালবাসেন না (আল কুরআন ২:১৯০)। তোমরা পাপিষ্ট, প্রতারক ও নীচ প্রকৃতির এবং আল্লাহ বিচার করার হুকুম দিয়েছেন। কাফিরদের মর্মন্তুদ শাস্তি প্রস্তুত রেখেছি। তোমরা আমাদের পরবর্তী টার্গেট, প্রস্তুত থাক।’
এ ব্যাপারে সমরেন্দু সাহা বলেন, ‘এবিটি মানিকগঞ্জ জেলা-এর মানে আনসারুল্লাহ বাংলা টিম হতে পারে। এ ছাড়া হয়তো আমাকে মানসিক টর্চার করার জন্য পাঠাতে পারে।’
হুমকির স্বীকার রুহুল আমিন বলেন, ‘এ বিষয়ে থানায় জিডি করেছি। পুলিশ বিষয়টা দেখছে। তারাই ভালো বলতে পারবে কারা, কিসের জন্য এমন হুমকি দিয়েছে।’
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ‘এ ব্যাপারে একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে । ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com