সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:46 AM, January 13, 2016
প্রান্তডেস্ক:একাত্তরে মহান মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর হয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করা ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলজেএফআর জ্যাকব চিরবিদায় নিয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পহেলা জানুয়ারি হাসপাতালে ভর্তি হওয়া জ্যাকব বুধবার সকালে দিল্লীর একটি হাসপাতালে মারা যান। সেসময় তার বয়স হয়েছিল ৯২ বছর। ইরাক থেকে প্রায় ১৫০ বছর আগে কলকাতায় বসতি গড়া এক ইহুদি পরিবারের সন্তান জ্যাকব ফার্জ রাফায়েল জ্যাকব। জন্ম ১৯২৩ সালে। ব্যবসায়ী বাবা ছেলেকে লেখাপড়ার জন্য পাঠিয়েছিলেন দার্জিলিংয়ের একটি স্কুলে। ১৯৪১ সালে ১৮ বছর বয়সে ব্রিটিশ সরকারের অধীন ভারতীয় সেনাবাহিনীতে নাম লেখান জ্যাকব। বাবা শুরুতে জ্যাকবের সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি মেনে নিতে না পারলেও দ্বিতীয় মহাযুদ্ধে ইহুদিদের ওপর নাৎসী বাহিনীর নির্যাতনের বিভৎসতা তার মনোভাব পাল্টে দেয়। –
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com