সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি উদীচীর

প্রকাশিত: 7:06 AM, January 13, 2016

সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি উদীচীর

sssপ্রান্তডেস্ক: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরে মাদরাসা ছাত্রদের দ্বারা শাস্ত্রীয় সঙ্গীতের প্রসিদ্ধ ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর বাসভবন এবং তার প্রতিষ্ঠিত সঙ্গীত বিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
এক প্রতিবাদপত্রে উদীচীর সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, ‘সামান্য মোবাইল কেনা নিয়ে সংঘর্ষে সূত্রপাত হলেও পরবর্তীতে সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ঐতিহ্যবাহী স্থাপনারওপর হামলার মাধ্যমে প্রমাণিত হয়, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে।’
‘শুধু সাংস্কৃতিক প্রতিষ্ঠান নয়, রেল স্টেশন, রাজনৈতিক দলের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অবাধে ভাঙচুর ও তাণ্ডব চালায় মাদরাসা ছাত্ররা’, বলেন তারা।
এসব তাণ্ডবের সাথে জড়িত মাদরাসা ছাত্র, তাদের উস্কানিদাতা ও এ ষড়যন্ত্রের পরিকল্পনাকারীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 60 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ