৬ দিনের রিমান্ডে বেসিক ব্যাংকের ৩ কর্মকর্তা

প্রকাশিত: 8:37 AM, January 11, 2016

৬ দিনের রিমান্ডে বেসিক ব্যাংকের ৩ কর্মকর্তা

dddপ্রান্ত ডেস্ক:বহুল আলোচিত বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা মামলায় ওই ব্যাংকের তিন কর্মকর্তাকে দুই মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামান এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বেসিক ব্যাংকের বহিষ্কৃত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সিপার আহমেদ, দুই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহান ও মোহাম্মদ সেলিম।
৭ জানুয়ারি গুলশান ও মতিঝিল থানার দুই মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেন মামলার দুই তদন্ত কর্মকর্তা ঋত্বিক সাহা ও মো. ইব্রাহিম।
আদালত রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করে গ্রেপ্তারকৃত তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলের সেনাকল্যাণ ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের গুলশান থানার ৫৯ নম্বর মামলা এবং মতিঝিল থানায় ৪৩ নম্বর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুদকের প্রধান কার্যালয়ে নেয়া হয়। সাড়ে ৩টার দিকে জিজ্ঞাসাবাদ শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 50 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ