সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:32 AM, January 11, 2016
প্রান্ত ডেস্ক:শিশু পাচার মামলা থেকে অব্যাহতি পেলেন পথশিশুদের নিয়ে কাজ করা মানবাধিকার সংগঠন ‘অদম্য বাংলাদেশ’র ৪ জন সদস্য ।
সোমবার, তাদের অভিযোগমুক্ত ঘোষণা করে ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সালেহ উদ্দিন আহম্মেদ তাদের এ অব্যাহতি প্রদান করেন।
এর আগে ১৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই (উপপরিদর্শক) মোজাম্মেল হক তাদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, তদন্তকালে জানা যায়, অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, বেসরকারি দাতব্য প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন স্থান থেকে তারা অভিভাবকহীন, যত্নহীন শিশুদের এখানে নিয়ে আসেন। শিশুরা তাদের মর্জির ভিত্তিতেই এখানে থাকেন। অনেক দানশীল প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে অনেক কষ্ট করে অনুদান সংগ্রহ করে তারা প্রতিষ্ঠানটি চালায়।
আরও উল্লেখ করা হয়, এসব শিশুদের উন্নত জীবনের পাশাপাশি শিক্ষা, বিনোদন ও স্বনির্ভর করে গড়ে তোলার জন্য তাদের দিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খেলার ছলে ‘কাগজের ঠোঙা’ বানানো হয়। মোবাইল ফোনে তারা তাদের অভিভাবকদের সঙ্গেও কথা বলতে পারতো। গত ১ বছরে পাচারের জন্য শিশুদের অন্যত্র সরানো হয়েছিল এমন কোনো তথ্য তদন্তে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রামপুরার বনশ্রীতে অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের আশ্রয়কেন্দ্র থেকে ১০ শিশুকে `উদ্ধার` করে পুলিশ। এ সময় আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরিফ-জাকিয়াসহ চার স্বেচ্ছাসেবককে গ্রেফতার করা হয়।
পুলিশ বলে, সেখানে থাকা মোবারক নামে এক শিশুর চাচা অভিযোগ করেন তার ভাতিজাকে জোর করে আশ্রয়কেন্দ্রে আটকে রাখা হয়েছে। এই অভিযোগে তিনি মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেন। এরই ভিত্তিতে চারজনকে গ্রেফতারের পর দু`দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
তাদেরকে গ্রেফতারের পর থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়। আরিয়ানদের কাজের সঙ্গে পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট আশীফ এন্তাজ রবি ফেসবুকে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা স্ট্যাটাসে তাকে বিষয়টি দেখার আকুল আবেদন জানালে সেখানে মুখ্য প্রেস সচিব ও উপ প্রেস সচিব যোগাযোগ করেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ সেই স্ট্যাটাসে কমেন্ট করে আশীফ এন্তাজদেরকে তার সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানান। তিনি ধৈর্য সহকারে তাদের কথা শুনেন এবং এ ব্যাপারে খোঁজ খবরও নেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনও সহযোগিতা করেন।
প্রসঙ্গত,সারাদেশের পথশিশুদের নিয়ে কাজ করে থাকে ‘অদম্য বাংলাদেশ’। নিজেদের অর্থ খরচ করে এসব পথশিশুদেরকে পোশাক ও খাবার দেয়াসহ জীবন মানোন্নয়নে কাজ করছে। এ সংগঠনে কাজ করছেন প্রায় তিন শতাধিক স্বেচ্ছাসেবী।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com