‘যারা পুড়িয়ে মানুষ হত্যা করে, তারা মুসলিম হতে পারে না’

প্রকাশিত: 9:40 AM, January 10, 2016

‘যারা পুড়িয়ে মানুষ হত্যা করে, তারা মুসলিম হতে পারে না’

dddপ্রান্তডেস্ক:পরিকল্পনা মন্ত্রী ও আইসিসি’র সাবেক চেয়ারম্যান আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ‘যারা আগুন দিয়ে মানুষ হত্যা করে তারা মুসলিম হতে পারে না। এক মুসলমান অপর মুসলমানের ভাই। কোনো মুসলমানই অপর মুসলমানকে আগুনে পুড়িয়ে হত্যা করতে পারে না। এটা জঘন্য অপরাধ।’ শনিবার দিবাগত রাত ৯টায় চাঁদপুরের হাজীগঞ্জে ইমামের রাব্বানী দরবার শরীফের ৫২তম পবিত্র ওরছে নববী (দ.) ও সুন্নী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে সুন্নি জামায়াতকে রুখে দাঁড়াতে হবে।’
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদীনশীন পীর আলহাজ্ব সৈয়দ বাহাদুর শাহ্ আল মোজাদ্দেদী এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরছে নববী (দ.) ও সুন্নী মহা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযুদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আ. রশিদ মজুমদার, হাজীগঞ্জ নব-নির্বাচিত মেয়র আ স ম মাহবুব-উল-আলম লিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন, নাঙ্গলকোর্ট উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূইয়া, জেলা বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ইফতেখারুল আলম, জেলা ছাত্রলীগের সাবেক নেতা ফেরদৌস মোর্শেদ জুয়েল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান এ কে এম ফরিদ উদ্দীন, মহা-সচিব অধ্যক্ষ আলামা জয়নাল আবেদীন জোবায়েরী, ৩নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর রায়হানুর রহমান জনি, চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মফিজুল ইসলাম, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মনির হোসাইন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 38 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ