সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:11 AM, January 3, 2016
প্রান্তডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের পরীক্ষা পেছানোর ও রুটিন অবিলম্বে পরিবর্তন এর দাবিতে রবিবার মদন মোহন কলেজ ৩য় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। অনার্স ৩য় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র সুলতান মাহমুদের সভাপতিত্বে ও কামরুজ্জামান রুমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- অর্থনীতি বিভাগের ছাত্র রকি দেব, সুয়েব আহমদ, দর্শন বিভাগের ছাত্র ছায়াদ তালুকদার আকাশ, হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র হোসেন আহমদ, ব্যবস্থাপনা বিভাগের ছাত্র আমিনুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রুমি আক্তার। এছাড়া আরও অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোলাম কিবরিয়া, সায়েম খন্দকার, আনছার আলী, আবু হাদিস, বিধান কৃষ্ণ রায়, রাজিব তরফদার, সুব্রত দাস, তাহের আহমদ, মাহফুজ আহমদ, সায়েম আহমদ, তানজিল হোসেন, সালমান আহমদ, তানিম চৌধুরী, ইকবাল মাহমুদ, নোমান আহমদ, আরাফাত হোসেন, রাজু আতিক প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, সেশনজট দূর করণের নামে ক্লাস না করিয়ে, সিলেবাস শেষ না করিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় (জাবি)। তা অনতিবিলম্বে পরীক্ষার তারিখ ১মাস পিছিয়ে নিতে হবে যাতে ছাত্রছাত্রীরা সিলেবাস শেষ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। মানব বন্ধন থেকে বক্তারা এই দাবি জানান।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com