সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:57 AM, January 3, 2016
প্রান্তডেস্ক: রাজধানীর রূপনগরে স্ট্যান হাউজিংয়ের সামনে র্যাবের কথিত ‘ক্রসফায়ারে’ আল-আমিন জনি (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। র্যাবের ভাষ্য, নিহত আল-আমিন ওরফে কালা জনি একজন শীর্ষ সন্ত্রাসী। সে ৩টি হত্যা মামলাসহ ১৫টি মামলার আসামি। এর মধ্য ধর্ষণ ও ডাকাতির মামলা রয়েছে।
র্যাব-৪ এর কমান্ডিং অফিসার (সিও) খন্দকার লুৎফুল কবির জানান, শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ইস্টার্ন হাউজিং এলাকায় আল-আমিন সহ কয়েক যুবককে তল্লাশির জন্য থামতে বলা হলে র্যাবের টহল টিমকে লক্ষ্য করে তারা গুলি ছোঁড়ে। র্যাব সদস্যরা তাদের নিজের জীবন বাচাঁতে পাল্টা গুলি চালালে জনি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া চারটায় তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি আরও জানান।
।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com