সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:38 AM, December 30, 2015
প্রান্ত ডেস্ক:সারাদেশে ভোট কেন্দ্র দখল, বিএনপির এজন্টদের বের করে দেওয়াসহ নানা ধরনের ফ্যাসিবাদী আচরণ করার পরও নির্বাচন কমিশন (ইসি) কোনো অভিযোগ আমলে নিচ্ছে না বলে দাবি তরেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত পৌর নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। বিএনপি এই নেতা বলেন, নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পাচ্ছে না। বিজয় ছিনিয়ে নিতে আওয়ামী লীগ যে আগেই ষড়যন্ত্র করেছিলো আজকের ভোটকেন্দ্রগুলো দখলই তার প্রমাণ মিলেছে। রিজভি বলেন, সারাদেশে ভোট কেন্দ্র দখল, বিএনপির এজন্টদের বের করে দেওয়া, প্রার্থীদের ওপর হামলা ও গুলি করে বিভৎস ফ্যাসিবাদী আচরণের চেহারা উন্মোচন করেছে আওয়ামী লীগ। অথচ এসব অভিযোগের কোনো গুরুত্ব দিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে তারা (আওয়ামী লীগ)। বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করেছে আওয়ামী লীগের ক্যাডাররা। তিনি জানান, এ পর্যন্ত চট্টগ্রামের সাতকানিয়া, বগুড়া, লক্ষীপুর, চাঁদপুর, গফরগাঁও ভালুকা, সোনারগাঁও, বাজিতপুর, মাধবদী, ঈশ্বরদী, সাঁথিয়া, ইসলামপুর, চৌমুহনী, নাটোর, আখাউড়া, রামগঞ্জ, বোরহানউদ্দিন, দৌলতখান, সাভার, ধামরাই, মাটিডাঙ্গা, হরিনাকুণ্ড, মৌলভীবাজার, যশোর, জামালপুর, নগরকান্দা, মাগুরার বিভিন্ন কেন্দ্র আওয়ামী লীগ দখল করে নিয়েছে। বিএনপির এজেন্টদের বের করে দিচ্ছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com