সমকাল-এটিএন নিউজের সাংবাদিকসহ আটক ৩

প্রকাশিত: 7:14 AM, December 30, 2015

সমকাল-এটিএন নিউজের সাংবাদিকসহ আটক ৩

police1450376982প্রান্ত ডেস্ক:দৈনিক সমকাল ও টিভি চ্যানেল এটিএন নিউজের রাজশাহী ব্যুরো সৌরভ হাবিব, ক্যামেরা পারসন খোকন ও মাইক্রোবাসের চালককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার রাতে রাজশাহীর পুঠিয়া পৌরসভায় বিজিবি ক্যাম্পে গাড়ি নিয়ে অনধিকার প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মঙ্গলবার গভীর রাতে সাংবাদিক সৌরভ হাবিব, ক্যামেরা পারসন খোকন ও মাইক্রোবাসের চালক পুঠিয়া পৌর এলাকার নির্বাচনী কাজে নিয়োজিত বিজিবি ক্যাম্পে অনধিকার প্রবেশ করেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় থানায় একটি অভিযোগও করেছেন বিজিবি সদস্যরা। কিছুক্ষণের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 91 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ