সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:31 AM, December 29, 2015
প্রান্ত ডেস্ক:জাগতি প্রকাশনিরমিিলক ফয়সল আরেফিনদিপন হত্যার প্রায় দুইমাস অতিক্রান্ত হলেও পুলিশ আজও হত্যাকারীদের কে সনাক্ত করতে পারেনি । ২০১৩সাল থেকে ২০১৫ সাল এই দু বছরে দেশের ১১জন লেখক বুদ্ধিজীবি ঘাতক দের হাতে নিহত হন। জাগৃতি প্রকাশনীর দপিন কে যেদিন হত্যা করাহয় সেদিন খুনি চক্র প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের মালিক তারেক রহিম ওতার দুই সহযোদ্ধা লেখককে প্রকাশনা সংস্থা শুদ্ধ স্বরের কার্য্যালয়ে ঢুকেহত্যার উদ্দেশ্যেহামলা করে মারাত্মক ভাবে আহত করে। দীর্ঘ চিকিৎসার পর তারা আংশিক সুস্থ হয়ে প্রাণ ভয়ে দেশ ত্যাগ করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা গুলোর পক্ষ হতে নানা কথা বলা হলেও তারা ঘাতক চক্রকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারেনি ।
্আমাদের প্রশাসনিক এই উদাসীনতার কারনে লেখক বুদ্ধিজীবীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা,্ জীবন রক্ষার্থে তরা করছেন দেশত্যাগ । গত দুই বছরে ৪০জন লেখক বুদ্ধিজীবী দেশ ছেড়েছেন,যা দেশের ভাব মূর্তিতে মারাত্মক আঘাত হেনেছে। যেসব লেখকরা দেশ ছাড়তে পারেননি তারা রয়েছেন মারাত্মক আতংকে। এব্যাপারে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ,লেখক,গবেষক ড:আবুল কাশেম ফজলুলহকের কাছে জানতে চাইলে তিনি বলেন ছেলের হত্যার বিচারতো চাই, সরকার যদি তা করে তাকে সাধুবাদ জানাব,তবে মুধুমাত্র
আইন আদালত দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়,তার জন্যপ্রয়োজন আর্দশিকও দার্শনিক সংগ্রমের ।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com