সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:35 AM, December 28, 2015
প্রান্ত ডেস্ক:বিশ্ব ইজতেমা উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরের মুসল্লিদের আসা-যাওয়ার জন্য বিশেষ বাস সেবা চালু করবে বি আরটিসি।
আগামী ৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত এই পরিবহন সেবা দেয়া হবে।
সোমবার এই তথ্য জানিয়েছেন বিআরটিসির উপমহাব্যবস্থাপক খান কামাল উদ্দিন।
টঙ্গীতে আগামী ৮-১০ জানুয়ারি প্রথম দফা এবং ১৫-১৭ জানুয়ারি দ্বিতীয় দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রতি দফার শেষ দিন অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।
বি আরটিসির উপমহাব্যবস্থাপক খান কামাল উদ্দিন বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের পরিবহন সেবা দিতে এবার ২২৮টি বাস থাকবে। পরিবহন সেবা শুরু হবে ৬ জানুয়ারি। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। সুষ্ঠুভাবে সেবা নিশ্চিত করার জন্য দুটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হবে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com