সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:48 AM, December 24, 2015
প্রান্ত ডেস্ক: টাঙ্গাইলের সদর উপজেলার উমরপুরে র্যাবের সঙ্গে গুলি বিনিময়ে পূর্ববাংলা কমিউনিস্ট র্পাটরিসভাপতি উমর আলীসহ (৩৪) তিন নেতা নিহত হয়েছেন। নিহত অপর দুইজন হলেন- কাশেম (৩৫) ও সাদ্দাম (৩০)।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই গুলির ঘটনা ঘটে।
র্যাব- ১২ কমান্ডার মহিউদ্দিন ফারুক জানান, পূর্ব বাংলা কমিউনিস্ট র্পাটরি ওই তিন নেতা উমরপুরে একটি বাড়িতে বৈঠক করার সময় গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে পুলিশের ওপর গুলি ছোড়া হলে র্যাব পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল ও একটি দোনালা বন্দুক উদ্ধার করে র্যাব।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com