এসব বিদেশি পরামর্শে কন্ট্রাক্ট কিলিং: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: 9:50 AM, December 23, 2015

এসব বিদেশি পরামর্শে কন্ট্রাক্ট কিলিং: স্বরাষ্ট্রমন্ত্রী

police1450376982প্রান্ত ডেস্ক:বিদেশ থেকে ‘পরামর্শ ও অর্থায়নেই’ সাম্প্রতিক সময়ে বিদেশি হত্যাকা-সহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটিয়ে আইএস- এর নাম দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলেম-ওলামা, ইমাম ও খতিবদের সঙ্গে এক মতবিনিময় সভায়
এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “জাপানি নাগরিক হত্যা, ইমাম বাড়ায় হামলা, মাওলানা ফারুকিসহ সম্প্রতি যেসব হত্যাকা- ও হামলার ঘটনা ঘটেছে- সেগুলো বিদেশ থেকে পরামর্শের মাধ্যমে করা হয়েছে। যদিও বলা হচ্ছে এগুলো আইএস করেছে, কিন্তু তা সত্য নয়।
“বিদেশ থেকে পরামর্শের মাধ্যমে কন্ট্রাক্ট কিলিংয়ের মাধ্যমে এসব হামলা ও হত্যাকা-ের ঘটনা ঘটেছে।”
তবে কোন দেশের কারা কেন বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে- সে বিষয়ে কোনো মন্তব্য করেননি মন্ত্রী।
সম্প্রতি বাংলাদেশে দুই বিদেশি নাগরিক হত্যা, আরেক বিদেশি পাদ্রির ওপর হামলা এবং তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে পুলিশ হত্যার পর আইএস-এর দায় স্বীকারের খবর আসে।
অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশে আইএস বা তেমন কোনো জঙ্গি দলের কর্মকা-ের কোনো তথ্য গোয়েন্দারা খুঁজে পাননি।
রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশি হত্যা এবং দিনাজপুরে মন্দিরে হামলা ও ইতালীয় পাদ্রী হত্যাচেষ্টায় কয়েকজনকে গ্রেপ্তারের পর সম্প্রতি পুলিশের পক্ষ থেকে বলা হয়, এর সবগুলো ঘটনাতেই নিষিদ্ধ জঙ্গি দল জেএমবি জড়িত।
‘সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ ও ইসলামের অপব্যাখ্যার’ বিরুদ্ধে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়ে কামাল বলেন, “আমরা সবই উদ্ঘাটন করেছি। যত জঙ্গি আমরা ধরছি, তদন্ত করে জানা যাচ্ছে তাদের মূল শিকড় জামায়াত-শিবির।”
অন্যদের মধ্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 72 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ