সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:12 AM, December 23, 2015
প্রান্ত ডেস্ক:বাংলাদেশ সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর মাঝে ২০৫ মিলিয়ন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদ্যুৎ খাতকে আরো শক্তিশালী করতে এ অর্থ কাজে লাগানো হবে। খবর জিনহুয়া।
মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ইকোনোমিক রিলেশন ডিভিশনের (ইআরডি) জৈষ্ঠ্য সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং এডিবির পক্ষে বাংলাদেশ রেসিডেন্ট মিশনের কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তিস্বাক্ষর সম্পর্কে কাজুহিকো সাংবাদিকদের বলেন, ঋনের এ অর্থ ব্যবহার করা হবে ৪টি সাব স্টেশনের উন্নয়নে এবং ৭২ কিলোমিটার সরবরাহ লাইনের উন্নয়নে। এছাড়া ঢাকা বিভাগে ৭ লাখ অ্যানালগ মিটারকে ডিজিটাল মিটারে রূপান্তরের কাজও করা হবে।
এছাড়া আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে আরো শক্তিশালী করতে প্রকল্প গ্রহণ করা হবে। এ প্রকল্পের মাধ্যমে যেখানে আগে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো সেখানে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। ফলে ৮০ শতাংশ বিদ্যুৎ বেশি উৎপাদিত হবে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com