পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা

প্রকাশিত: 6:15 AM, December 22, 2015

পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা

police1450376982প্রান্ত ডেস্ক:নির্বাচনী প্রচারণার সময় পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেনের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। কলাপাড়ার রহমতপুরে মঙ্গলবার সকাল ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনির হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। এদিকে এক বেসরকারি টেলিভিশনের সাংবাদিক জানান, সকালে পটুয়াখালী থেকে ৬টি মাইক্রোবাসে কলাপাড়া পৌরসভার বিএনপি প্রার্থী হাজি হুমায়ুনের নির্বাচনী প্রচারণা চালাতে তারা এসেছিলেন। এ ঘটনায় তিনিসহ আলতাফ হোসেনের স্ত্রী সুরাইয়া আক্তার চৌধুরীসহ সাতজন আহত হয়েছেন। এ সময় জাকারিয়ার ক্যামেরাও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 47 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ