সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:00 AM, December 21, 2015
প্রান্ত ডেস্ক:আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় গোটা সমাজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে এর ফলে নিরাপত্তাহীনতায় গোটা জাতি আজ হতাশাগ্রস্ত বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী যুবদল।
সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকারি ছত্রছায়ায় লালিত আওয়ামী সন্ত্রাসীরা সারাদেশে যে হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে এবং পুলিশ যেভাবে বিনা কারণে গ্রেফতার করছে, তাতে শুধু বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীরাই নয়, বরং সাধারণ জনগণও শঙ্কিত।
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিন্টুকে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করার এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা যুবদল সভাপতি কাউসার আহমেদ রীপনকে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় যুবদল।
বিবৃতিতে নেতৃদ্বয় কালিগঞ্জের মনিরুজ্জামান মিন্টুকে হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার এবং বাজিতপুর যুবদল নেতার মুক্তির দাবী জানান।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com