গ্রেনেড হামলা মামলার পরবর্তী সাক্ষ্য ২২ নভেম্বর

প্রকাশিত: 10:33 AM, December 17, 2015

গ্রেনেড হামলা মামলার পরবর্তী সাক্ষ্য ২২ নভেম্বর

110227Atok-11প্রান্ত ডেস্ক:২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য মামলার সাক্ষী আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর জেরা শেষ করেছে আসামিপক্ষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ২২ নভেম্বর ধার্য করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূরউদ্দিন আজ বুধবার এ তারিখ ধার্য করেন। এর আগে চলতি সপ্তাহে সোম ও মঙ্গলবার দুই দিন ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য মামলায় সাক্ষ্য দেন সুরঞ্জিত সেনগুপ্ত। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। এ হামলায় ২২ জন নিহত হন। আহত হন কয়েক শ লোক। ২০০৮ সালের ১১ জুন এ মামলায় ২২ জনকে আসামি করে সিআইডি প্রথম অভিযোগপত্র দেয়। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ মামলার অধিকতর তদন্ত করে ২০১১ সালের ৩ জুলাই তারেক রহমানসহ আরও ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। মোট ৫২ জন আসামির মধ্যে তারেক রহমানসহ ১৯ জন পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 57 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ