মহান বিজয় দিবসে এসডিসি’র শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: 9:13 AM, December 16, 2015

মহান বিজয় দিবসে এসডিসি’র শ্রদ্ধা নিবেদন

2 copyস্টাফ রিপোর্টার:.৪৫তম মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল(এসডিসি) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ১মিনিট নিরবতা পালন করে মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এসডিসি’র লামাবাজারস্থ কার্যালয় হতে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সিলেট প্রান্ত সম্পাদক খন্দকার মামুন আলী আখতারের নেতৃত্বে এসডিসি’র নেতাকর্মীরা র‌্যালি সহকারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যান এবং পুষ্পস্তবক অর্পন করেন। র‌্যালিতে অণ্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক সাংবাদিক নাছির আহমদ খান,প্রচার সম্পাদক কয়েস আহমদ সাগর,সদস্য সওতক আমিন তাহমিদ,সাংবাদিক সুনির্মল সেন,জাবেদুল ইসলাম দিদার,খন্দকার আকবর আলী তারেক, মহানগর কমিটির আহবায়ক আব্দুর রহিম তালুকদার,সদস্য সচিব সাংবাদিক মিজানুর রহমান মিজান,দেলোয়ার হোসেন,সাংবাদিক দেলোয়ার হোসেন,ডা.মো:নজরুল ইসলাম,সুমন দেবনাথ,উজ্জল রায়,রাশেদুল ইসলাম রিপন,মিনহাজুর রহমান অভি,মিফতাউর রহমান ইফতি,প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 66 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ